Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

 ২ নং বেলগাছা ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি ক্লিনিক ২ টি

 

১।  ধনতলা কমিউনিটি ক্লিনিক বেলগাছা ইউনিয়নের একটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র।ইসলামপুর উপজেলা হইতে সি.এন.জি/অটোরিক্সা  যোগে কাছিমা তিন রাস্তা মোড় হইতে  দেওয়ানগঞ্জ রোড হযে জারুলতলা বাজার হইয়া কুলকান্দী রোড দিয়ে উক্ত স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া যায়।

 

 

এখানে ২৯ ধরণের ঔষধ বিনামূল্য বিতরণ করা হয়।

এই স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বে রয়েছেন, জনাব,  মোঃ নাজমূল হাসান, মোবাইলঃ ০১৭৩৬৭৭০০৩৩

 

প্রতিদিন সকাল ১০ টা হইতে বিকাল ৪টা পর্যন্ত এই ক্লিনিক  খোলা থাকে।

এতে সাধারণ মানুষ খুব উপকৃত হয়।

      ২।  মন্নিয়া কমিউনিটি ক্লিনিক।

 এটি ৯নং ওয়ার্ডে অবস্থিত। এই ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ৪ চার হাজার। এটি চরাঞ্চলে অবস্থিত বিধায় চরের সুবিধা বঞ্চিত মানুষ বিশেষভাবে বিনামূল্যে ২৯ ধরণের ঔষধ বিনামূল্যে পেয়ে থাকে।

এই স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বে রয়েছেন,মোঃ বাদশা আলম, মোবাইলঃ ০১৭২৮৫৩০৫০১

 

প্রতিদিন সকাল ১০ টা হইতে বিকাল ৪টা পর্যন্ত এই ক্লিনিক  খোলা থাকে।

এতে সাধারণ মানুষ খুব উপকৃত হয়।